করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে ইরানেও, মৃত ৪
ইরানের বেশ কয়েকটি শহরে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া, ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা চার জনে দাঁড়িয়েছে।
আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে করোনাভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা ১৩। মোট আক্রান্তের সংখ্যা ১৮ জনে পৌঁছেছে।
সবশেষ দেশটির কোম শহরে দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে চার জনের।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মিনু মোহরেজ জানিয়েছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রথমে কোম শহরে দেখা দেয়। পরে, কোম শহরের বাসিন্দারা বিভিন্ন শহরে ভ্রমণ করায় বর্তমানে তেহরান, বাবোল, আরাক, ইসফাহান, রাশতসহ আরও বেশ কয়েকটি শহরে ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
মোহরেজ আরও জানিয়েছেন, কোম শহরে কিছু চীনা শ্রমিক কাজ করেন, যারা চীনে গিয়েছিলেন। সম্ভবত তাদের মাধ্যমেই ভাইরাসটি ছড়িয়েছে।
এক টুইটার বার্তায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুস জাহানপুর জানিয়েছেন, নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে সাত জন কোমে, চার জন রাজধানী তেহরানে ও দুই জন গিলান প্রদেশে।
চলমান পরিস্থিতিতে গত ২০ ফেব্রুয়ারি কোম শহরে সব ধরনের ধর্মীয় অনুষ্ঠান বাতিল করেছে দেশটির কর্তৃপক্ষ।
চীন থেকে শুরু হলেও এখন বিশ্বের আরও অন্তত ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। চীনের সরকারি হিসাব অনুযায়ী, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৩৪৫ জন। আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২৮৮ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বাইরে অন্যান্য দেশে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৫ জন।
Comments