ভারতকে অল্প রানে গুটিয়ে নিউজিল্যান্ডের লিড
দুই অপরাজিত ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে ও রিশভ পান্তের সামনে ছিল ভারতের ইনিংস টেনে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। কিন্তু পারেননি তারা। টিম সাউদি জ্বলে ওঠায় প্রথম ইনিংসে মাত্র ১৬৫ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে হাতে ৫ উইকেট রেখে ৫১ রানের লিড পেয়ে গেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ২১৬ রান। উইকেটে আছেন বিজে ওয়াটলিং ৯ ও কলিন ডি গ্র্যান্ডহোম ০ রানে।
আগের দিনের ৫ উইকেটে ১২২ রান নিয়ে খেলতে নামা ভারত প্রথম সেশনে সাউদির তোপের মুখে পড়ে ভারত। মাত্র ১৩.১ ওভার ব্যাট করতে পেরে তারা যোগ করে ৪৩ রান। হারায় বাকি সবগুলো উইকেট। দিনের চতুর্থ ওভারে রিশভ পান্তের রানআউট দিয়ে শুরু। এরপর আগের দিন পৃথ্বী শকে ফেরানো সাউদি সাজঘরে পাঠান রবিচন্দ্রন অশ্বিন, রাহানে ও মোহাম্মদ শামিকে। প্রথম দিনের নায়ক কাইল জেমিসনের শিকার হন ইশান্ত শর্মা।
রাহানে ভারতের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ১৩৮ বলে। অভিষিক্ত জেমিসন ৪ উইকেট নেন ৩৯ রানে। সমান সংখ্যক উইকেট নিতে সাউদির খরচা ৪৯ রান।
নিউজিল্যান্ডের ইনিংসের শুরুটাও ভালো হয়নি। দলীয় ২৬ রানে বিদায় নেন টম ল্যাথাম। ইশান্ত শর্মার বলে উইকেটের পেছনে পান্তের হাতে ক্যাচ দেন তিনি। আরেক ওপেনার টম ব্লান্ডেলকে নিয়ে এরপর ইনিংস মেরামতে নামেন উইলিয়ামসন। থিতু হওয়া ব্লান্ডেল আউট হলে ভাঙে ৪৭ রানের জুটি। ৮০ বলে ৩০ রান করেন এই ডানহাতি।
তৃতীয় উইকেটে দুই ব্যাটিং স্তম্ভ উইলিয়ামসন ও রস টেইলরের ৯৩ রানের জুটিতে ভারতের স্কোর পেরিয়ে লিড নেয় কিউইরা। এরপর অবশ্য ৪১ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে ভারত।
টেইলর ৭১ বলে ৪ চার ও ১ ছয়ের সাহায্যে ৪৪ রান করেন। এরপর দিনের সবচেয়ে বড় শিকারটি ধরেন শামি। সেঞ্চুরির সুবাস জাগানো উইলিয়ামসনকে আউট করেন তিনি। কিউই দলনেতার ব্যাট থেকে আসে ১৫৩ বলে ৮৯ রান। তার ইনিংসে চার ছিল ১১টি। হেনরি নিকোলসকে টিকতে দেননি অশ্বিন। তার বিদায়ের সাত বল পর আলোস্বল্পতায় দিনের খেলা শেষ করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
সংক্ষিপ্ত স্কোর:
(দ্বিতীয় দিন শেষে)
ভারত প্রথম ইনিংস: (আগের দিন ১২২/৫) ৬৮.১ ওভারে ১৬৫ (রাহানে ৪৬, পান্ত ১৯, অশ্বিন ০, ইশান্ত ৫, শামি ২১, বুমরাহ ০*; সাউদি ৪/৪৯, বোল্ট ১/৫৭, গ্র্যান্ডহোম ০/১২, জেমিসন ৪/৩৯, প্যাটেল ০/৭)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৭১.১ ওভারে ২১৬/৫ (ল্যাথাম ১১, ব্লান্ডেল ৩০, উইলিয়ামসন ৮৯, টেইলর ৪৪, নিকোলস ১৭, ওয়াটলিং ৯*, গ্র্যান্ডহোম ০*; বুমরাহ ০/৫৮, ইশান্ত ৩/২৬, শামি ১/৬১, অশ্বিন ১/৬০)।
Comments