টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

টাঙ্গাইলের মির্জাপুরে কাভার্ডভ্যানের সঙ্গে লেগুনার সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।
আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকার জুঁই-যুথি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চার জন হলেন, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার গবিন্দরায় গ্রামের সুলতান মিয়ার স্ত্রী জাহানুর (১৮), একই গ্রামের অমল্য চন্দ্র দাসের ছেলে তপন চন্দ্র দাস (২৫), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আল আমিন মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (২৭) ও রংপুর জেলার রাশেদা বেগম (২৫)।
সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুই জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আরও দুজনের মৃত্যু হয়। এ ছাড়া, আহত হয়ে চিকিৎসাধীন আরও তিন জন।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “সকালে উপজেলার গোড়াই থেকে যাত্রী নিয়ে আসা একটি লেগুনা জ্বালানি নিতে পাম্পে ঢোকে। সে সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান লেগুনাটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন প্রাণ হারান।”
“পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে আরও দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও তিন জন মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন,” যোগ করেন তিনি।
তিনি জানান, হতাহতরা গোড়াই শিল্প এলাকার বিভিন্ন কারখানার শ্রমিক। তাদের মধ্যে দুই জন স্থানীয় নাসির গ্লাস ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
Comments