শান্তর ব্যাটে এগুচ্ছে বাংলাদেশ

তিন বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে নাজমুল হোসেন শান্তর। খেলে ফেলেছেন তিন সংস্করণেই। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার কোথাও করতে পারছিলেন না তিনি। তবে শেষ পর্যন্ত যে সংস্করণে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন, সে সংস্করণেই প্রথম ফিফটির দেখা পেলেন শান্ত। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তার হাফসেঞ্চুরিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
Najmul Hossain Shanto
ফাইল ছবি: AFP

তিন বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে নাজমুল হোসেন শান্তর। খেলে ফেলেছেন তিন সংস্করণেই। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার কোথাও করতে পারছিলেন না তিনি। তবে শেষ পর্যন্ত যে সংস্করণে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন, সে সংস্করণেই প্রথম ফিফটির দেখা পেলেন শান্ত। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তার হাফসেঞ্চুরিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত দ্যুতি শান্তর ব্যাটে। ২ উইকেটে ১২০ রান তুলে দিনের দ্বিতীয় সেশন শেষ করেছে বাংলাদেশ। 

সাইফ হাসান তড়িঘড়ি ফেরার পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে ভালোই এগুচ্ছিলেন তামিম ইকবাল। জমে উঠছিল জুটি, দুজনেই খেলছিলেন সাবলীল। কোন তাড়াহুড়ো না করে থিতু হয়ে রান বাড়াতে থাকেন তারা। একসঙ্গে তাল মিলিয়েই ফিফটির দিকে এগিয়ে যাচ্ছিলেন তারা।

কিন্তু তামিম পেলেন না ফিফটি। ডোনাল্ড টিরিপানোর বলে ধৈর্য্যচ্যুতি ঘটে তার। নাগালের মধ্যে থাকা বল দ্বিধা নিয়ে খেলতে গিয়েছিলেন। ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটকিপারের গ্লাভসে।

৮৯ বলে ৭ চারে ৪১ করে আউট হন তামিম। তার আউটে শেষ হয়ে যায় দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি।

তামিম না পারলেও এবার আর ভুল করেননি শান্ত। পাকিস্তানেও দারুণ খেলে ফিফটির ঠিক আগে আউট হয়ে গিয়েছিলেন তিনি। এবার ৪০ পেরুনোরই পরই এগিয়েছেন আরও সতর্কভাবে। কোন ঝুঁকি ছাড়ায় তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফিফটি।  ১২ রানে অপরাজিত থাকা মুমিনুলকে নিয়ে শেষ সেশনের খেলা শুরু করবেন বাঁহাতি শান্ত।

সংক্ষিপ্ত স্কোর:

(দ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত)

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ১০৬.৩ ওভারে ২৬৫ (মাসবাউরে ৬৪, কাসুজা ২, আরভিন ১০৭, টেইলর ১০, সিকান্দার ১৮, মারুমা ৭, চাকাবা ৩০, টিরিপানো ৮, এনলোবো ০, টুসুমা ০, নায়ুচি ৬*; ইবাদত ০/২৬, জায়েদ ৪/৭১, নাঈম ৪/৭০, তাইজুল ২/৯০)

বাংলাদেশ প্রথম ইনিংস:  ৩৮ ওভারে ১২০/২  (তামিম ৪১, সাইফ ৮, শান্ত ব্যাটিং ৫৫* , মুমিনুল ব্যাটিং ১২* ;  টিরিপানো ১/২৭ , নায়োচি ১/২১, রাজা ০/৪০, টুসুমা ০/২৬, এনবোদো ০/৬ )

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago