আশা জাগিয়ে ফিরে গেলেন শান্ত
ক্যারিয়ারের প্রথম ফিফটি করেছেন। এগিয়ে যাচ্ছিলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দিকে। যেভাবে ব্যাট করছিলেন তাতে খুব একটা অস্বাভাবিকও মনে হচ্ছিল না। কিন্তু এক মুহূর্তের ভুলেই সব বদলে গেলে। দারুণ এক ইনিংসের সমাপ্তি ঘটালেন অহেতুক খোঁচা দিতে গিয়ে। ফলে আরও একটি সম্ভাবনাময় ইনিংসের অপমৃত্যু হলো নাজমুল হোসেন শান্তর।
ওপেনার সাইফ হাসানের বিদায়ের পর থেকে বেশ সাবলীল ব্যাট করছিলেন শান্ত। পরিস্থিতি অনুযায়ী ব্যাট করে তামিম ইকবালের সঙ্গে দারুণ একটি জুটি উপহার দিয়েছেন। অধিনায়ক মুমিনুল হকের সঙ্গেও তার জুটি জমে উঠেছিল। নিজেও পৌঁছেছেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক হাফসেঞ্চুরিতে। ফিফটির পরও ভালোই ব্যাট করছিলেন। কিন্তু চার্লটন টিশুমার করা ৫০তম ওভারের চতুর্থ বলে খোঁচা দিতে গিয়ে বিপদ ডেকে আনেন শান্ত। অথচ বলটি ছিল অফস্টাম্পের অনেক বাইরে। চাইলেই সহজেই ছেড়ে দিতে পারতেন। আউট হওয়ার আগে করেছেন ৭১ রান। ১৩৯ বলে ৭টি চারের সাহায্যে নিজের ইনিংস সাজান শান্ত।
২০১৭ সালে নিউজিল্যান্ডে টেস্ট ক্রিকেট দিয়ে অভিষেকের পর সংক্ষিপ্ত দুই সংস্করণেও খেলেছেন শান্ত। তবে কোথাও সফল হতে পারেননি। এর আগে পাকিস্তানে প্রথম টেস্টে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। দুই ইনিংসেই সেট হয়েছিলেন। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। এদিন ফিফটি পেলেও ইনিংস লম্বা না করতে পারার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় এ তরুণকে।
শান্তর বিদায়ের পর মাঠে নেমেছেন দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। জুটি বেঁধেছেন অধিনায়ক মুমিনুলের সঙ্গে। মুমিনুলও অবশ্য বেশ সেট হয়ে গেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫ ওভারে ৩ উইকেটে ১৭৯ রান তুলেছে বাংলাদেশ। মুমিনুল ৪৭ ও মুশফিক ৪ রানে ব্যাট করছেন।
Comments