ফুটপাতে প্রাইভেট কার, আহত ১৪
রাজধানীর কুর্মিটোলায় আজ রবিবার দুপুরে ফুটপাতে ভিড়ের মধ্যে প্রাইভেট কার উঠিয়ে দিলে এক শিশু ও চার নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক দ্য ডেইলি স্টারকে বলেন, আজ বেলা ১২টার দিকে কুর্মিটোলা হাসপাতালের সামনে বাস স্টপেজে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে হঠাৎ একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে অন্তত ১৪ জন আহত হন এবং তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুই জনকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ গাড়ির চালক রবিউল ইসলামকে (৪২) আটক ও গাড়িটি জব্দ করেছে।
Comments