ওয়েলিংটনে উড়ে গেল ভারত
খাদের কিনারে পৌঁছে গিয়েছিল আগের দিনই। আজিঙ্কা রাহানে, হনুমা বিহারিরা দারুণ কিছু করলেই কেবল টিকত ভারতের আশা। কিন্তু তারা থামলেন দ্রুতই। চতুর্থ দিনে নেমে আর মাত্র ৪৭ রান যোগ করেই বাকি ৬ উইকেট হারাল ভারত। কেবল ৯ রানের জন্য তাই ব্যাট করতে নামতে হলো নিউজিল্যান্ডকে।
ওয়েলিংটন প্রবল বাতাসের জন্য বিখ্যাত। সেই বাতাসেই তাল পেল না ভারত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ১০ উইকেটে জিতে বিরাট কোহলিদের উড়িয়ে দিল স্বাগতিক নিউজিল্যান্ড।
আগের দিনের ৪ উইকেটে ১৪৪ রান নিয়ে নামার পর ভারতের সংগ্রহে আর মাত্র ৪ রান যোগ হতেই ফিরে যান রাহানে আর বিহারি। তখন ইনিংস হারই দেখছিল কোহলির দল। ঋশভ পান্ত আর ইশান্ত শর্মা মিলে কিছুটা প্রতিরোধ গড়ে কেবল দূর করেছেন সেই শঙ্কা। তাতে কেবল বিব্রতকর একটা পরিস্থিতিই এড়াতে পেরেছে তারা।
দ্বিতীয় ইনিংসে সফরকারীরা থামে ১৯১ রানে। ভারতকে গুঁড়িয়ে ৬১ রানে ৫ উইকেট শিকার করেন টিম সাউদি। প্রথম ইনিংসেও ৪৯ রানে ৪ উইকেট পেয়েছিলেন তিনি। ট্রেন্ট বোল্ট ৪ উইকেট নেন ৩৯ রানে।
দ্বিতীয় ইনিংসে জেতার জন্য প্রয়োজনীয় ৯ রান ১০ বলেই তুলে নেন কিউইদের দুই ওপেনার টম ল্যাথাম আর টম ব্ল্যান্ডেল।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত প্রথম ইনিংস: ১৬৫
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩৪৮
ভারত দ্বিতীয় ইনিংস: ৮১ ওভারে ১৯১ (পৃথ্বী ১৪, আগারওয়াল ৫৮, পুজারা ১১, কোহলি ১৯, রাহানে ২৯, বিহারি ১৫, পান্ত ২৫, অশ্বিন ৪, ইশান্ত ১২, শামি ২*, বুমরাহ ০; সাউদি ৫/৬১, বোল্ট ৪/৩৯, গ্র্যান্ডহোম ১/২৮, জেমিসন ০/৪৫, প্যাটেল ০/১৮)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৯) ১.৪ ওভারে ৯/০ (ল্যাথাম ৭, ব্ল্যান্ডেল ২; ইশান্ত ০/৮,বুমরাহ ০/১)।
ফল: নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: টিম সাউদি।
Comments