এখন দেশকে ফেরত দেওয়ার সময় মুশফিকের

সেই ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে শুরু। এরপর কেটে গেছে ১৫ বছরেরও বেশি সময়। এক সময়ের তরুণ ব্যাটসম্যান এখন অনেক পরিণত। লম্বা ক্যারিয়ারে অনেক কিছুই শিখে এখন দলের সেরা ব্যাটসম্যানও বটে। আর নিজের অভিজ্ঞতা থেকে ক্যারিয়ারের এ সময়ে দেশকে ফেরত দেওয়ার সময় হয়েছে বলেই মনে করেন মুশফিকুর রহিম।
ছবি: ফিরোজ আহমেদ

সেই ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে শুরু। এরপর কেটে গেছে ১৫ বছরেরও বেশি সময়। এক সময়ের তরুণ ব্যাটসম্যান এখন অনেক পরিণত। লম্বা ক্যারিয়ারে অনেক কিছুই শিখে এখন দলের সেরা ব্যাটসম্যানও বটে। আর নিজের অভিজ্ঞতা থেকে ক্যারিয়ারের এ সময়ে দেশকে ফেরত দেওয়ার সময় হয়েছে বলেই মনে করেন মুশফিকুর রহিম।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে নজর কাড়া এক ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিক। দেশের হয়ে সর্বোচ্চ তিনটি ডাবল সেঞ্চুরি করার পথে তামিম ইকবালকেও টপকেছেন তিনি। টেস্টে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন মুশফিকই। তার ব্যাটে চড়েই ছয় ম্যাচে টানা হারের পর জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা।

আর এমন দুর্দান্ত ব্যাটিংয়ে মুশফিক বন্দনায় মেতেছে ক্রিকেট মহল। তবে দলের সিনিয়র খেলোয়াড় হওয়ায় ধারাবাহিকভাবে এমন খেলাটা এখন তার দায়িত্ব বলে মনে করেন মুশফিক, 'আমি মনে করি... বিশ্ব ক্রিকেটে যদি খেয়াল করে দেখেন, এই সময়টা একজন ব্যাটসম্যান কিংবা বোলারের পরিণত খেলোয়াড় হওয়া উচিত। কারণ ১০-১২ বা ১৫ বছর খেলার পর যে বিনিয়োগ করেছে সবাই, আপনাকে এখন ফেরত দেওয়ার সময়, সেটা ধারাবাহিকভাবে।'

'এর আগেও বলেছি, প্রত্যেকটা ইনিংস আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই সময়গুলো আমি আর ফিরে পাব না। আশা করছি, যতটুকু বড় করা যায়। একশ, দুইশ বা তিনশ, যেটাই হোক। যেন নট আউট থাকতে পারি। যেন আমার নিজের জন্যও ভালো হয়, দলের জন্যও।' - যোগ করে আরও বলেন মুশফিক।  

অথচ জিম্বাবুয়ের বিপক্ষে খেলা নিয়ে বড় শঙ্কা ছিল মুশফিকের। পাকিস্তান সফর থেকে বিশ্রাম নেওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে তাকে নেওয়ার পক্ষপাতী ছিলেন না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। পাশাপাশি কিছু ইনজুরি থাকায় মুশফিকের মতো অভিজ্ঞ খেলোয়াড়কে প্রমাণ করে দলে ঢোকার কথা বলেছিলেন প্রধান নির্বাচক। আর বিসিএলে সেঞ্চুরি করে প্রমাণ দিয়েই জায়গা করে নেন। তাই এটা তার সেরা সময় কি না জানতে চাইলে কিছুটা অভিমানও ঝরে তার কণ্ঠে, 'বাংলাদেশে তো ভাই, এই সময়টা বাদ দেওয়ার সময়, এটা সেরা সময় কখনো আমি ভাবি না।'

Comments

The Daily Star  | English
BNP call's hartal

BNP calls 48-hr blockade from Wednesday

BNP today announced a fresh 48-hour countrywide blockade from Wednesday morning

25m ago