বাগেরহাটে ইউপি সদস্যের চোখ উপড়ে নিয়েছে দুর্বৃত্তরা
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল হাসান রানার (৪০) চোখ উপড়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত ১টার দিকে শেখপাড়া বাজার এলাকায় তার বাড়ির কাছে এই ঘটনা ঘটে।
নাজমুল হাসান বারইখালী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য। তার বাবার নাম নূর আলী হাওলাদার।
নাজমুলের স্ত্রী মুকুল বেগম বলেন, রানা যুবলীগের রাজনীতিতে জড়িত। গত রাতে বাগেরহাট-৪ আসনে উপনির্বাচন বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী অ্যাড. আমিরুল আলম মিলনের সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিল রানা। পথে চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা করেছে। তারা ধারালো অস্ত্র দিয়ে রানার দুই চোখ উপড়ে নিয়েছে।
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক দীপঙ্কর মন্ডল বলেন, “রানার ওপর হামলাকারীদের আটক করতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। আমরা একাধিক নাম পেয়েছি। রাতে অভিযান চালানো হয়েছে, তবে তাদের এলাকায় পাওয়া যায়নি।”
প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি সংসদ সদস্য মোজাম্মেল হোসেন মারা যাওয়ায় বাগেরহাট-৪ আসন শূন্য ঘোষণা করা হয়। আগামী ২১ মার্চ এই আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।
Comments