মোহাম্মদপুর থানা হেফাজতে নারীর মৃত্যুর অভিযোগ
মোহাম্মদপুর থানা হেফাজতে জোসনা নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওয়াহিদুজ্জামান বলেন, “গতকাল সন্ধ্যায় মোহাম্মদপুর এলাকার পুরাতন বাসস্ট্যান্ডের পাশের কলোনির একটি বাসা থেকে তিন নারী ও এক যুবককে আটক করে পুলিশ। অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। রাত আনুমানিক ৩টার দিকে তাদের মধ্যে জোসনা নামে এক নারী অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে হৃদরোগ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।”
মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে— বলেন ওয়াহিদুজ্জামান। সূত্র জানায়, একজন ম্যাজিস্ট্রেট সুরতহাল কার্যক্রম পর্যবেক্ষণ করতে মর্গে এসেছেন। তবে ওই নারীর সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। মরদেহ নিতে কেউ আসেনি।
Comments