দুদক রাজনৈতিকভাবে নিরপেক্ষ নয়: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) আসলে স্বাধীন নয়, এর স্বাধীনতা কেবল কাগজ ভিত্তিক।
TIB-1.jpg
ধানমণ্ডির মাইডাস সেন্টারে ‘দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান শক্তিশালীকরণ উদ্যোগ: বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের ওপর একটি ফলো-আপ গবেষণা’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। ছবি: স্টার

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) আসলে স্বাধীন নয়, এর স্বাধীনতা কেবল কাগজ ভিত্তিক।

আজ রাজধানীর ধানমণ্ডির মাইডাস সেন্টারে আয়োজিত ‘দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান শক্তিশালীকরণ উদ্যোগ: বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের ওপর একটি ফলো-আপ গবেষণা’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দুদক রাজনৈতিকভাবে নিরপেক্ষ নয়। কারণ দুর্নীতির ঘটনা মোকাবিলার ক্ষেত্রে এটি নিরপেক্ষ আচরণ পেতে সমর্থ হয়নি বলে প্রতিবেদনে জানিয়েছে টিআইবি।

বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে টিআইবি বলছে, কমিশন পক্ষপাতপূর্ণ ভূমিকা পালন করে এবং সকলের বিরুদ্ধে সমানতালে পদক্ষেপ গ্রহণ করে না।

দুদকের স্বাধীনতা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সংস্থাটির চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগদান প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার পরামর্শ দিয়েছে টিআইবি।

Comments