করোনাভাইরাস: স্পেনের হোটেলে প্রায় ১ হাজার অতিথি আটকা
স্পেনের টেনেরিফে একটি হোটেলে ইতালির এক চিকিৎসকের স্বাস্থ্যপরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ার পর হোটেলটি বন্ধ করে দেয়া হয়েছে।
ক্যানারি দ্বীপে অবস্থিত হোটেলটিতে প্রায় ১ হাজার অতিথি আটকা পড়েছেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম।
সবার স্বাস্থ্যপরীক্ষা না হওয়া পর্যন্ত অতিথিদের তাদের নিজেদের কক্ষে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, করোনাভাইরাস আক্রান্ত ইতালির ওই চিকিৎসক লমবার্ডি অঞ্চল থেকে স্পেনে বেড়াতে এসেছিলেন। ওই চিকিৎসককে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, ইতালিতে এখন পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮৩ জন। এশিয়ার পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালিতেই। কোভিড-১৯ ছড়িয়ে পড়ার জন্য দেশটি উত্তরের হাসপাতালগুলোকে দুষছেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে।
Comments