খালেদা জিয়ার চিকিৎসা প্রতিবেদন আদালতে

khaleda zia
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। স্টার ফাইল ছবি

বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ক প্রতিবেদন সুপ্রিম কোর্টে পৌঁছেছে।

আজ দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক কর্মকর্তা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে সেটি পৌঁছে দেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।

প্রতিবেদনটি আগামীকাল হাইকোর্টের উপস্থাপিত হবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, গত রোববার খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ক তিন অবস্থার তথ্য জানতে চান বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

মেডিকেল বোর্ডের সুপারিশ অনুসারে খালেদা জিয়া অ্যাডভান্স থেরাপির জন্য সম্মতি দিয়েছেন কি না, দিলে সেই চিকিৎসা শুরু হয়েছে কি না, চিকিৎসা শুরু হলে এখন কী অবস্থা, তা জানিয়ে কোনো ধরনের ব্যর্থতা ছাড়াই বিএসএমএমইউ উপাচার্যকে আজ বুধবারের মধ্যে আদালতে এ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Anti-Discrimination Student Movement calls for rally at Gulistan Zero Point

The Anti-Discrimination Student Movement has called for a mass gathering at Zero Point in Gulistan, Dhaka

6m ago