বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সদস্য নিহত
রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের সাক্রাছড়ি এলাকায় বন্দুকযুদ্ধে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।
আজ বুধবার ভোররাত ৩টার দিকে এই ঘটনা ঘটেছে। নিহতের নাম অর্পণ চাকমা।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার শফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেননি।
স্থানীয়রা জানিয়েছেন, অর্পন চাকমা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য ছিলেন।
পুলিশ এবং স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, নিহত অর্পণ চাকমা নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যার এজাহারভূক্ত আসামি।
ঘটনাস্থল থেকে পুলিশ ১টি দেশীয় অস্ত্র, ১টি বিদেশি পিস্তল ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে।
Comments