শীর্ষ খবর

উপাচার্যদের নিয়ে ইউজিসির বৈঠক

পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে সমন্বিত ভর্তি পরীক্ষা চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে উপাচার্যদের নিয়ে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে সমন্বিত ভর্তি পরীক্ষা চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে উপাচার্যদের নিয়ে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

আজ বুধবার বেলা সোয়া তিনটার দিকে ইউজিসি কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। এতে ৩৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত আছেন।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বৈঠকে হাজির হননি। তাদের ছাড়াই বৈঠক শুরু হয়েছে।

এতে সভাপতিত্ব করছেন ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ।

বুয়েট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষায় যাবে না যাওয়ার সিদ্ধান্ত জানালেও আজকের বৈঠকে এ দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত আছেন।

 

Comments