রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিতে আমাল ক্লুনিকে নিয়োগ মালদ্বীপের

মিয়ানমারে নিপীড়নের শিকার রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিতে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে প্রতিনিধিত্ব করার জন্য বিশিষ্ট মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনিকে নিয়োগ দিয়েছে মালদ্বীপ।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের সরকার গতকাল জানিয়েছিল যে মিয়ানমারের ২০১৭ সালের সামরিক অভিযানকে চ্যালেঞ্জ জানাতে তারা আনুষ্ঠানিকভাবে গাম্বিয়ার সঙ্গে যোগ দেবে।
গত মাসে বিচারকদের এক সর্বসম্মত রায়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যা বন্ধে জরুরি ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দিয়েছিলেন। এই মামলার চূড়ান্ত রায় পেতে কয়েক বছর লেগে যেতে পারে।
ক্লুনি সফলতার সঙ্গে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের পক্ষে কাজ করেছেন এবং ২০১৫ সালে তাকে (নাশিদ) দেওয়া ১৩ বছরের কারাদণ্ডের রায়কে জাতিসংঘের মাধ্যমে অবৈধ ঘোষণা করতে অবদান রেখেছেন।
মালদ্বীপের সরকার জানিয়েছে, মিয়ানমারে ক্ষতিগ্রস্তদের অধিকার সুরক্ষার জন্য অস্থায়ী ব্যবস্থা নেওয়ায় এবং চলমান মামলার প্রমাণাদি ধ্বংস রোধে আইসিজের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা।
ক্লুনি বলেছেন, “মিয়ানমারে গণহত্যার জন্য জবাবদিহিতা নিশ্চিতের বিষয়টি দীর্ঘদিন ধরেই উপেক্ষিত। আমি রোহিঙ্গাদের বিচারিক প্রতিকার পাওয়ার এই প্রয়াসে কাজ করার অপেক্ষায় আছি।”
Comments