মাদক মামলায় খালেদের বিচার শুরু ১ এপ্রিল
যুবলীগ থেকে বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইঞার বিরুদ্ধে মাদক মামলায় বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১ এপ্রিল বিচার শুরুর দিন ঠিক করা হয়েছে।
আজ বুধবার ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৪ এ বিচারক মো. রবিউল আলমের আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
আদালতে তার বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর পর, খালেদ নিজেকে নির্দোষ দাবি করেন।
অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে গত বছর ১৮ সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদকে গ্রেপ্তার করে র্যাব। গুলশানে তার বাড়ি থেকে একটি শটগান, দুটি পিস্তল, শটগানের ৫৭টি গুলি ও ৫৮৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সেদিনই তার মালিকানাধীন রাজধানীর ফকিরাপুল ইয়ংমেনস ক্লাব থেকে বিপুল পরিমাণ অর্থসহ ১৪২ জন আটক হন। পরে যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।
খালেদের বিরুদ্ধে গুলশান ও মতিঝিল থানায় মাদকসহ পাঁচটি মামলা হয়েছে।
Comments