করোনাভাইরাসে ফ্রান্সে আরও একজনের মৃত্যু

কোভিড-১৯ ভাইরাস আক্রান্ত হয়ে ফ্রান্সের প্যারিসে এক ফরাসির মৃত্যু হয়েছে। আজ বুধবার দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক জেরোমি সালোমন এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, আরও তিন জনের স্বাস্থ্যপরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এনিয়ে ফ্রান্সে করোনাভাইরাসে দুই জনের মৃত্যু হলো। এর আগে এক চীনা পর্যটক মারা গিয়েছিলেন।
এদিকে, ইউরোপের আরেক দেশ গ্রিসেও করোনাভাইরাস ছড়িয়েছে। থেসালোনিকিতে ৩৮ বছর বয়সী এক নারী আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এশিয়ার বাইরে করোনাভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়েছে ইতালিতে। এখন পর্যন্ত মারা গেছেন ১২ জন। এর আগে বয়স্ক ও অসুস্থরাই করোনাভাইরাসে আক্রান্তের ঝুঁকিতে বলা হলেও ইতালিতে ৪ শিশু আক্রান্তের খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এই প্রথম চীনের বাইরে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। গতকাল মঙ্গলবার চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১১ জন আর অন্যান্য দেশে এই সংখ্যা ৪২৭।
ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ায় হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকা উদ্বেগজনক বলছে সংস্থাটি।
Comments