ওমরাহ ভিসা সাময়িক স্থগিত, বিমানবন্দর থেকে ফিরে গেলেন হজযাত্রীরা

করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে শঙ্কায় ওমরাহ ভিসা সাময়িক স্থগিত করেছে সৌদি আরব। হজের আগে ও পরে মুসল্লিরা মক্কা ও মদিনায় মোহাম্মদ (স.)-এর মসজিদ দর্শনে যান, জননিরাপত্তার স্বার্থে সেটাও বন্ধ করা হয়েছে। আজ দেশটির সংবাদমাধ্যম আরব নিউজ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
hajj pilgrims
কয়েকজন হজযাত্রী। স্টার ফাইল ছবি

করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে শঙ্কায় ওমরাহ ভিসা সাময়িক স্থগিত করেছে সৌদি আরব। হজের আগে ও পরে মুসল্লিরা মক্কা ও মদিনায় মোহাম্মদ (স.)-এর মসজিদ দর্শনে যান, জননিরাপত্তার স্বার্থে সেটাও বন্ধ করা হয়েছে। আজ দেশটির সংবাদমাধ্যম আরব নিউজ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে আরও জানানো হয়, সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ভ্রমণ ভিসাও স্থগিত রাখা হয়েছে। সৌদি আরব ও জিসিসিভুক্ত (গালফ কো-অপারেশন কাউন্সিল) দেশের নাগরিকরা ভ্রমণ করতে তাদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন না।

করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে আপাতত অন্য দেশ ভ্রমণে নিরুৎসাহিত করছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতি বছর ওমরাহ হজ করতে প্রায় ৭০ লাখ মুসল্লি সৌদি আরব ভ্রমণ করেন। যাদের অধিকাংশই জেদ্দা ও মদিনায় বিমানবন্দরে অবতরণ করেন।

সৌদি আরবের স্বাস্থ্য উপমন্ত্রী হানি বিন আবদুল আজিজ বলেন, করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের অভিজ্ঞতা থেকে এই গাইডলাইন তৈরি করা হয়েছে। আমরা জানি, হজ মৌসুমে এখানকার পরিস্থিতি কেমন দাঁড়ায়।

এ প্রসঙ্গে জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, “আমরা বিভিন্ন সংবাদমাধ্যম থেকে এ ধরনের তথ্য জানতে পারছি। আমরা বিষয়টি নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এ বিষয়ে আমরা তৎপর আছি।”

হজ ফ্লাইট হঠাৎ বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন মুসল্লিরা। আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বিপাকে পড়েন তারা। এ প্রসঙ্গে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, “সৌদি আরবের সিদ্ধান্ত হঠাৎ এসেছে। যারা না জেনে ওমরাহ হজে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছেন, তারা বাড়ি ফিরে যাচ্ছেন।”

তবে কতজন হজযাত্রী বিমানবন্দরে এসে ফিরে গেছেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।

Comments

The Daily Star  | English

Is Raushan's political career coming to an end?

With Raushan Ershad not participating in the January 7 parliamentary election, questions have arisen whether the 27-year political career of the Jatiya Party chief patron and opposition leader is coming to an end

1h ago