তাবলিগ জামাতের ২ পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে উপজেলার তারাব বিশ্বরোড এলাকায় এই ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, “তারাব বিশ্বরোড এলাকায় দুই পক্ষের পাশাপাশি দুটি মসজিদ রয়েছে। মাওলানা জুবায়ের ও দিল্লির মাওলানা সাদের অনুসারীদের মধ্যে মতবিরোধ দীর্ঘ দিনের। গত রাতে বিশ্বরোড জামে মসজিদে সাদ গ্রুপের বয়ান চলছিল। সে সময় স্থানীয় জোবায়ের গ্রুপের সদস্যরা তাদের বাধা দেয়। প্রথমে দুই গ্রুপের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। তাদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে অন্তত ১০ জন আহত হন। তবে আহতদের পরিচয় জানা যায়নি।”
মাহমুদুল হাসান আরও বলেন, “সে সময় বিশ্বরোড জামে মসজিদের গ্লাস ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Comments