দিনে সরকারের সমালোচনা, রাতে বদলি
ভারতের বিচারপতি এস মুরলিধর সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিষয়ক মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং দিল্লি পুলিশের তীব্র সমালোচনা করেছিলেন। গতকাল বুধবার সকালে সরকারের সমালোচনার পর মধ্যরাতেই দিল্লি হাইকোর্টের তৃতীয় প্রবীণতম এই বিচারপতির বদলির আদেশ আসে।
তাকে দিল্লির হাইকোর্ট থেকে বদলি করে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দায়িত্ব নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
মামলার শুনানি চলাকালে বিচারপতি এস মুরলীধর বলেন, “আমরা কেউ চাই না আরেকটা ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা হোক।”
এছাড়াও, তিন বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশও দেন তিনি।
আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ টুইট করেছেন, গত ১২ ফেব্রুয়ারি বিচারপতি এস মুরলিধরকে বদলির সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলিজিয়াম। সুপারিশের দুই সপ্তাহ পরে গতকাল রাতে তার বদলির আদেশ জারি হলো।
গত সপ্তাহেই বিচারপতি এস মুরলিধরের বদলির নিন্দা জানিয়েছিল দিল্লি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। সুপ্রিম কোর্ট কলিজিয়ামের কাছে দাবিও জানিয়েছিল তারা। কিন্তু, তা গৃহীত হয়নি।
এই বদলির আদেশকে রাজনৈতিক বলা হলেও দেশটির আইনমন্ত্রী বলছেন, কংগ্রেস একটি নিয়মিত বদলিকে রাজনৈতিক বলছে।
Comments