সাভারে নির্মাণাধীন ফুটওভার ব্রিজে দগ্ধ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সাভারের আশুলিয়া এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজে বিদ্যুৎপৃষ্ট হয়ে দগ্ধ এসএসসি পরীক্ষার্থী জুনায়েদ হোসেন ইমনের (১৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ইমনের বাবা এ তথ্য জানিয়েছেন।
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

সাভারের আশুলিয়া এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজে বিদ্যুৎপৃষ্ট হয়ে দগ্ধ এসএসসি পরীক্ষার্থী জুনায়েদ হোসেন ইমনের (১৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ইমনের বাবা এ তথ্য জানিয়েছেন।

গত চার দিন ইমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হয়। রোববার সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বারইপাড়া এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজে বিদ্যুৎপৃষ্ট হয় ইমন। এতে তার শরীরের ৯০ শতাংশ ঝলসে যায়।

ইমন আশুলিয়ার বারইপাড়া পশ্চিমপাড়ার গফুর হোসেনের ছেলে। সে অঞ্জনা মডেল হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। 

গফুর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, “ব্রিজ তৈরির পর বিদ্যুতের তার রেখে দেওয়ায় আমার ছেলে মারা গেল। আমি এর বিচার চাই। আমার ছেলের মতো যেন আর কারো ছেলের এমন না হয়।”

Comments