খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত বলেন, বিএসএমএমইউ’র সাত সদস্যের মেডিকেল বোর্ড জানিয়েছে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব। কিন্তু খালেদা জিয়া এতে সম্মতি দেননি।
আদালত আরও বলেন, যেহেতু তিনি কারাবন্দি রয়েছেনব, জেল কোড অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হবে। এর বাইরে গিয়ে তার ইচ্ছামতো চিকিৎসা দেওয়া যাবে না।
এর আগে, সকালে আদালতে শুনানি চলাকালে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দেওয়া প্রতিবেনদটি পড়ে শোনান বিচারপতি ওবায়দুল হাসান।
প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার আর্থরাইটিসের জন্য উন্নত চিকিৎসায় সম্মতি দেননি।
গত ২৩ ফেব্রুয়ারি খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ক তিন অবস্থার তথ্য জানতে চান বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একইসঙ্গে খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির দিন ২৭ ফেব্রুয়ারি ধার্য করেন।
গতকাল দুপুরে বিএসএমএমইউ’র এক কর্মকর্তা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে সেটি পৌঁছে দেন।
গত ১৮ ফেব্রুয়ারি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে হাইকোর্টে জামিন আবেদন করেন খালেদা জিয়া।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালত খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেন।
২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ আনা হয় ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের জন্য তহবিল সংগ্রহের।
আরও পড়ুন:
Comments