এই দিনের জন্য মুখিয়ে ছিলেন আফিফ

afif
আফিফ হোসেন। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে প্রায় দুই বছর হলো। তবে যে ১০টি ম্যাচ খেলেছেন, তার সবই টি-টোয়েন্টি। জিম্বাবুয়ের বিপক্ষে এবারই প্রথম ওয়ানডে সংস্করণে ডাক পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। ডাক পেয়েই ভীষণ রোমাঞ্চিত তরুণ এই অলরাউন্ডার জানালেন, অনেক দিন থেকেই অপেক্ষা করছিলেন বাংলাদেশের জার্সিতে ৫০ ওভারের ম্যাচ খেলার জন্য।

অফ স্পিনের সঙ্গে সাত নম্বর পজিশনে নেমে ধুমধাড়াক্কা মারতে পারার ক্ষমতার কারণেই টি-টোয়েন্টি দলে খেলেন আফিফ। ওয়ানডে সংস্করণেও এই পজিশনে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে জায়গা খালি অনেক দিন থেকেই। দলে সুযোগ পেয়ে আফিফ তাই স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত আফিফ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি), ‘অনেক দিন থেকেই রোমাঞ্চিত অনুভব করছিলাম, টি-টোয়েন্টি খেলেছি, ওয়ানডেতে কবে ডাক পাব। আশাটা পূরণ হয়েছে। চেষ্টা করব দলের জন্য ভালো কিছু করার।’

বয়সভিত্তিক দল থেকেই নজরে ছিলেন আফিফ। বয়সভিত্তিক দল পেরিয়ে অল্প সময়েই টি-টোয়েন্টিতে অভিষেক হয়ে যায় তার। বর্তমানে এই সংস্করণে জায়গা অনেকটাই পাকা করে ফেলেছেন আফিফ। এবার ওয়ানডে সংস্করণের পালা। ম্যাচ খেলার সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার অঙ্গীকার করলেন তিনি, ‘সুযোগ হলে সেরা পারফরম্যান্স করব। দল যেই পরিকল্পনা করবে, যেই দায়িত্ব আমাকে দেবে, সেই অনুযায়ী খেলার চেষ্টা করব।’

ঘরোয়া ক্রিকেটে অবশ্য উপরের দিকেই ব্যাট করেন আফিফ। এমনকি করে থাকেন ওপেনও। কিন্তু জাতীয় দলে ভূমিকা বদলে যায় তার। তবে পজিশন নিয়ে ভাবনা নেই তার। দলের প্রয়োজনে যেকোনো জায়গায় ব্যাট করতে প্রস্তুত বাঁহাতি তরুণ, ‘যদি উপরে ব্যাট করি, তাহলে অবশ্যই সময় নিয়ে খেলা যাবে। নিচে খেললে, দল যখন যেটা চাইবে, সেই অনুযায়ী খেলব। সুযোগ পেলে প্রতি ম্যাচ ধরে ধরে মনোযোগ দিয়ে খেলার চেষ্টা করব।’

Comments

The Daily Star  | English
Climate debt in Bangladesh from 2009 to 2022

Bangladesh’s climate debt keeps climbing

As global leaders gather in Baku, Azerbaijan to discuss finance at the 29th climate conference, the most vulnerable countries like Bangladesh are demanding new and additional climate finance that does not exacerbate climate debt.

13h ago