দিল্লি সহিংসতা: উদ্বেগ জানিয়ে ১২ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

ভারতের দিল্লিতে চলমান সহিংসতায় উদ্বেগ জানিয়েছেন দেশের ১২ বিশিষ্ট নাগরিক। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানিয়েছেন, সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি সামাল দিতে না পারলে পাশ্ববর্তী দেশগুলোতেও অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে।
রয়টার্স ফাইল ফটো

ভারতের দিল্লিতে চলমান সহিংসতায় উদ্বেগ জানিয়েছেন দেশের ১২ বিশিষ্ট নাগরিক। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানিয়েছেন, সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি সামাল দিতে না পারলে পাশ্ববর্তী দেশগুলোতেও অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে।

বিবৃতিতে সই করেন— আনিসুজ্জামান, আবদুল গাফফার চৌধুরী, হাসান আজিজুল হক, অনুপম সেন, হাসান ইমাম, সারোয়ার আলী, রামেন্দু মজুমদার, মফিদুল হক, তারেক আলী, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ ও গোলাম কুদ্দুছ।

বিবৃতিতে তারা বলেন, ‘ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বেশ কিছুদিন যাবৎ দিল্লিসহ সারা ভারতে রাজনৈতিক-সামাজিক শক্তি ও দলসমূহ বিবৃতি, সমাবেশ ও প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করে আসছিল। গত কয়েক দিনে হঠাৎ করে পরিস্থিতির অবনতি হয়। এনআরসি বিরোধীদের ওপর সহিংস আক্রমণ শুরু হয় এবং ইতোমধ্যে ২৭ জনের প্রাণহানি এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।’

দিল্লি পরিস্থিতি নিয়ে শঙ্কা জানিয়ে তারা বলেন, ‘আমরা বন্ধুপ্রতিম পড়শি ও মুক্তিযুদ্ধের প্রধান সহায়তাকারী পরীক্ষিত বন্ধুরাষ্ট্র ভারতের এহেন দাঙ্গা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছি। একই সাথে এই শঙ্কা প্রকাশ করছি যে পরিস্থিতি সম্মিলিতভাবে সামাল দিতে না পারলে পার্শ্ববর্তী দেশগুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। যা এ অঞ্চলের শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবে।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত সরকার ও জনগণকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রিক মূল্যবোধ রক্ষার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

Comments

The Daily Star  | English
Dhaka Battery-Powered Rickshaw Restrictions

Traffic police move against battery-run rickshaws on major roads

The move has brought some relief to commuters, as the high-speed rickshaws have been causing accidents.

1h ago