মোহাম্মদপুরে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকা থেকে মাবিয়া বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ শুক্রবার সকালে বাঁশবাড়ি মন্দিরের পাশের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসাইন দ্য ডেইলি স্টারকে বলেন, “সকাল ৯টা ১৪ মিনিটে ওই এলাকার একটি সাততলা ভবনের চতুর্থ তলায় আগুন লেগে যায়। আগুন নেভে ৯টা ২১ মিনিটে। কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইলেকট্রনিক্স মেশিনে থেরাপি নেওয়ার সময় বিছানায় আগুন ধরে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা ওই বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছেন।”
Comments