ইরানের উপরাষ্ট্রপতি করোনাভাইরাসে আক্রান্ত

masoumeh ebtekar
ইরানের উপ-রাষ্ট্রপতি মাসুমেহ ইবতেকার। ছবি: রয়টার্স ফাইল ফটো

ইরানের উপরাষ্ট্রপতি মাসুমেহ ইবতেকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে বাসায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার মাসুমেহর সহকারী এ সংবাদ জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার মন্ত্রিসভার বৈঠকে মাসুমেহ রাষ্ট্রপতি হাসান রুহানির কাছ থেকে কয়েক গজ দূরে বসেছিলেন। সেই ছবি বিবিসির ফার্সি বিভাগের টুইটারে পোস্ট করা হয়েছে।

এর আগে ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি ও একজন সংসদ সদস্যের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংবাদ প্রকাশিত হয়েছিল।

মাসুমেহকে নিয়ে এখন পর্যন্ত অন্তত সাত শীর্ষ সরকারি কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এক শীর্ষ ধর্মীয়নেতা মারা গেছেন।

মাসুমেহ হলেন রুহানির চার উপরাষ্ট্রপতির একজন। তরুণ বিপ্লবী হিসেবে মাসুমেহ প্রায় ৪০ বছর আগে তেহরানে মার্কিন দূতাবাসে আটক ৫২ জিম্মির মুখপাত্র হিসেবে কাজ করে বিশ্ববাসীর কাছে পরিচিত হয়েছিলেন।

গত ১৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইরানের ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ কোম শহরে প্রথম করোনাভাইরাস আক্রান্ত হওয়ার সংবাদ প্রকাশ করা হয়। এরপর, দেশটির সরকারি কর্মকর্তাদের কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংবাদ আসে।

আমেরিকান অবরোধের কারণে ইরান করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে চলছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল গণমাধ্যমকে জানিয়েছেন, এখন পর্যন্ত দেশটিতে ২৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৬ জন মারা গেছেন। তাদের অধিকাংশই কোম শহরে। এই শহরটি শিয়াদের কাছে ধর্মীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন:

করোনাভাইরাসে আক্রান্ত ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt bans activities of AL until ICT trial completion

A gazette notification was issued in this regard by Public Security Division of the home ministry

3h ago