যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
যশোরের মণিরামপুর উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ নুরুল হক ওরফে কেরু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নুরুল হক একজন চিহ্নিত ডাকাত। আজ শুক্রবার ভোর রাতে উপজেলার বেগারিতলা এলাকায় বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন।
নুরুল হকের বাড়ি উপজেলার ভোজগাতি গ্রামে। তিনি মৃত মাজেদ গাজী বক্সের ছেলে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কেশবপুর উপজেলার চিংড়াখালি এলাকায় ইজিবাইক ছিনতাইকালে নুরুল হককে আটক করে স্থানীয় জনতা থানায় সোপর্দ করেন। নুরুল হক একজন চিহ্নিত ডাকাত। ডাকাতির অভিযোগে তার বিরুদ্ধে ১০টি মামলা আছে। এছাড়া অস্ত্র মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি তিনি।
পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হলে নুরুল হক তার সহযোগী ও অস্ত্রের তথ্য দেন। এরপর তাকে নিয়ে মণিরামপুর উপজেলার বেগারিতলায় অভিযানে যায় পুলিশ। কেশবপুর ও মণিরামপুর থানা পুলিশের একটি দল যৌথভাবে অভিযান চালায়। বেগারিতলার সর্দারবাড়ি নার্সারির সামনে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে তার সহযোগীরা গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় নুরুল হক গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে নুরুল হককে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে— বলেন জসিম উদ্দিন।
Comments