পানির দামও বাড়ল, পয়লা এপ্রিল থেকে কার্যকর

wasa

আওয়ামী লীগ সরকারের এক দশকের শাসনে তৃতীয়বারের মতো পানির দাম বাড়াল ঢাকা ওয়াসা।

সংস্থাটির ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি ১ হাজার লিটার পানির অভিকর আবাসিক ১১ দশমিক ৫৭ টাকার স্থলে ১৪ দশমিক ৪৬ টাকা এবং বাণিজ্যিক ৩৭ দশমিক শূন্য ৪ টাকার স্থলে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামী পয়লা এপ্রিল থেকে এই ব্যবস্থা কার্যকর হবে বলেও উল্লেখ করেছে ওয়াসা।

সেখানে আরও বলা হয়েছে, এ সিদ্ধান্ত মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন ও নূন্যতম বিলসহ সব প্রকার (পানি ও পয়ঃ) অভিকরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

উল্লেখ্য, ২০০৯ সালে বাণিজ্যিক ক্ষেত্রে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম ছিল মাত্র ২০ টাকা। ২০১৭ সালে সরকার পানির দাম আবাসিক ও বাণিজ্যিক ক্ষেত্রে যথাক্রমে ২২ ও ১৮ শতাংশ বৃদ্ধি করে। তিন বছর না যেতেই আবারও পানির দাম বাড়াল ওয়াসা।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago