ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু
রাজধানীর মুগদা এলাকায় প্রাইভেট কারে থাকা ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে তারিনা বেগম লিপি (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা দ্য ডেইলি স্টারকে জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটেছে। রিকশা যোগে কমলাপুর স্টেশনে যাওয়ার সময় মুগদার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের সামনে প্রাইভেট কার থেকে ছিনতাইকারীরা লিপির ব্যাগ ধরে টান দিলে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।
তিনি আরও জানান, মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে সাতটার দিকে লিপিকে মৃত ঘোষণা করেন। ছিনতাইকারীদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
নিহত লিপি সিলেট সদর উপজেলার গোলাম কিবরিয়ার স্ত্রী। তারা সিলেটেই থাকেন। গত ২৪ ফেব্রুয়ারি সপরিবারে দক্ষিণ রাজারবাগে এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। আজ ভোরে সিলেট যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে কমলাপুর স্টেশনে যাচ্ছিলেন তিনি।
নিহতের আত্মীয় আদনান তাহের সাংবাদিকদের জানান, দুটি রিকশা নিয়ে তারা যাচ্ছিলেন। এক রিকশায় ছিলেন লিপি ও তার বড় ছেলে শাহরিয়ার, অন্য রিকশায় ছিলেন গোলাম কিবরিয়া ও মেয়ে তামিসা বিনতে কিবরিয়া। রিকশাটি মুগদা স্টেডিয়ামের কাছে পৌছলে দুই-তিন জন ছিনতাইকারী লিপির হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে নিচে পড়ে গেলে লিপির মাথা ফেটে যায় এবং অজ্ঞান হয়ে যান তিনি।
তাৎক্ষণিক তাকে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য লিপির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Comments