বাউনিয়া খাল আর কংক্রিটের জঞ্জাল

ছবি: আনিসুর রহমান
মিরপুর ১৪ নম্বরের বিআরপি আবাসিক এলাকায় বাউনিয়া খাল দখল করে তিনটি ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল প্রায় সাত বছর আগে। পরবর্তীতে ঠিকাদাররা কাজ করা বন্ধ করে দিলেও খালের মধ্যে বানানো কিছু অবকাঠামো সেভাবেই রয়েছে। এতে ব্যহত হচ্ছে খালের পানি প্রবাহ।
Comments