রাজধানীতে ৪২ ছিনতাইকারী আটক

Salam Party-1.jpg
আটককৃতদের কাছে উদ্ধারকৃত সামগ্রী। ছবি: স্টার

রাজধানীর কয়েকটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ জন ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গতকাল রাতে এসব অভিযান চালানো হয়।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের কাছে থেকে ৭৪টি মোবাইল ফোন, একটি ট্যাব, একটি ল্যাপটপ, ১৩টি ছুড়ি এবং দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ছিনতাইয়ের কয়েকটি ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ ‘সালাম পার্টি’র সন্ধান পায়। এই পার্টির সদস্যরা সুবিধামতো স্থানে দাড়িয়ে অপেক্ষা করতেন। তারা রিকশা বা হেঁটে চলা মানুষদের এমনভাবে সালাম দিতেন, যেন মনে হয় তারা পূর্ব পরিচিত। রিকশা বা হাঁটা থামিয়ে কেউ কাছে আসলেই চাকু দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে তাদের সর্বস্ব কেড়ে নেওয়া হতো।

আটককৃতদের নামে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Comments

The Daily Star  | English

Bangladesh, Pakistan, China launch trilateral cooperation mechanism

A working group will be formed to follow up on and implement the understandings reached during the meeting

1h ago