শীর্ষ খবর

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালকসহ নিহত ৬

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার কাজীপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
Road accident logo
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার কাজীপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। এরা হলেন— আছিয়া বেগম (৩৫), মুসাব্বির হোসেন আকাশ (৪০) ও প্রাইভেটকার চালক মাহবুবুর রহমান (৩৫)।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখার আলম বলেন, প্রাইভেটকারটি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে কাজীপুর এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী ও চালক নিহত হন। এতে আহত হন আরও তিন জন। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তবে তাদের পরিচয় জানা যায়নি। একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তারা চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন— বলেন ইফতেখার আলম।

Comments

The Daily Star  | English

World must act before climate displacements become humanitarian crisis: PM

Prime Minister Sheikh Hasina today called for international support for the worst-affected countries by climate displacements to prevent situation from turning into a humanitarian crisis

5m ago