এই সিরিজেই অধিনায়কত্বের শেষ কিনা, জানেন না মাশরাফি
বোর্ড সভাপতি নাজমুল হাসান কয়েক দিন আগে জানিয়েছিলেন, মাসখানেকের মধ্যেই বোর্ড সভায় নেওয়া হবে ওয়ানডে অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত। তখন থেকেই প্রশ্ন, তাহলে কি ওয়ানডে অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ে সিরিজই শেষ মাশরাফি বিন মর্তুজার? আভাস দিয়েও অবশ্য কথায় ফাঁক রেখে দিয়েছিলেন বিসিবি সভাপতি। সিরিজ শুরুর আগে অধিনায়ক মাশরাফিও এই প্রশ্নের কোনো সুরাহা করলেন না।
২০১৪ সালে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে সীমিত পরিসরে অধিনায়ক হন মাশরাফি। ২০১৭ সালে টি-টোয়েন্টি থেকে আকস্মিক অবসর নেওয়ার পর কেবল ওয়ানডেই খেলেন তিনি, করেন অধিনায়কত্ব। পরিসংখ্যান, বড় মঞ্চে অর্জনের বিচারে বাংলাদেশের ইতিহাসের সফলতম অধিনায়ক তিনিই।
গেল ১৯ ফেব্রুয়ারি মিরপুরে টিম ম্যানেজমেন্টের সঙ্গে সভা করে বেরিয়ে বিসিবি প্রধান ওয়ানডে অধিনায়কত্বে বদলের আভাস দিয়ে বলেছিলেন, ‘খুব শিগগির এই সিদ্ধান্ত নিতে হবে। আমার তো মনে হয়, এক মাসের মধ্যে এই ব্যাপারে পরিষ্কার সিদ্ধান্ত দিতে পারব। এই সিরিজটা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। তারপর আমরা আমাদের সিদ্ধান্ত নেব। এই সিরিজে মাশরাফি অধিনায়ক হিসেবে খেলছে। এখনো ও অধিনায়ক আছে।’
টেস্ট ম্যাচের পর আগামী বোর্ড সভায় ওয়ানডে দলের অধিনায়ক চূড়ান্ত করা হবে বলে জানান নাজমুল। তবে অধিনায়ক হিসেবে মাশরাফিই থাকছেন না-কি নতুন কাউকে ঠিক করা হচ্ছে, তা পরিষ্কার করেননি তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে শনিবার (২৯ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফিও রেখে দিলেন সংশয়, ‘সব তো বোর্ড সভাপতি বলেছেন। আমার সঙ্গে কী কী কথা হয়েছে বোর্ড সভাপতির, আমার মনে হয় না সেটা আপনাদেরকে বলার প্রয়োজন আছে। ক্রিকেট বোর্ড যেটা বলেছে, আপনারা তো জানেনই। অতটুকুই তো যথেষ্ট। আমার মুখ থেকে আবার শুনতে হবে কেন।’
খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা মাশরাফির পুরনো। আগেই বলেছেন, বোর্ড চাইলে ছেড়ে দেবেন অধিনায়কত্ব। কিন্তু এই সিরিজই অধিনায়কত্বের শেষ কি-না তা নিজেও জানেন না বলে জানান তিনি, ‘সেটা তো আমি জানি না (অধিনায়কত্বের শেষ কি-না)। আমি তো বলেছি, এটা নিয়ে বলার কিছু নাই। যদি থাকত, অবশ্যই বলতাম। বোর্ড সভাপতি যেটা বলেছেন, আপনারা তো সেটা জেনেছেনই। আমার মুখ থেকে শোনার আর কি আছে।’
Comments