মালয়েশিয়ায় মাহাথিরকে সরিয়ে নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন

মালয়েশিয়ায় গত এক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতার পর মাহাথির মোহাম্মদ ও তাঁর প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিম—কাউকে সমর্থন না দিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে নতুন প্রধানমন্ত্রী মনোনীত করেছেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ।
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। ছবি: রয়টার্স

মালয়েশিয়ায় গত এক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতার পর মাহাথির মোহাম্মদ ও তাঁর প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিম—কাউকে সমর্থন না দিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে নতুন প্রধানমন্ত্রী মনোনীত করেছেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ।

২০১৮ সালের নির্বাচনে জয়লাভ করে বিশ্বের প্রবীণতম সরকারপ্রধান ৯৪ বছর বয়সী মাহাথির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেছিলেন। এরপর, গত পাঁচ দিন আগে তিনি তার প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জোট ভেঙে রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে রাজাই আবার মাহাথিরকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে বলেছিলেন।

আজ সকালে অবশ্য মাহাথির ও আনোয়ার ঘোষণা দিয়েছিল যে তারা আবারও জোটবদ্ধ হয়েছে।

রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়, সংসদে সংখ্যাগরিষ্ঠদের সম্ভাব্য সমর্থন থাকায় মহিউদ্দিন ইয়াসিনকে রাজা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে বলেছেন।

‘তিনি আদেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া নিয়ে আর দেরি করা যাবে না। সবার মঙ্গলের জন্য এই সিদ্ধান্ত।’ উল্লেখ করা হয় বিবৃতিতে।

আগামীকাল মহিউদ্দিন শপথ গ্রহণ করবেন।

মহিউদ্দিন তাঁর বাড়িতে সাংবাদিকদের বলেন, ‘আমি দেশবাসীকে প্রাসাদের সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য অনুরোধ করছি।’

মাহাথির বা আনোয়ারের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

Former lawmakers Asaduzzaman Noor, Mahbub Ali arrested

DB arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Road, while, Mahbub Ali was arrested from Segunbagicha area

8h ago