ভারতে কোয়ারেন্টাইন থাকা বাংলাদেশিদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত নয়
চীনের উহান থেকে বিশেষ বিমানে ভারতে নিয়ে আসা ১১২ জনের কেউই করোনাভাইরাসে সংক্রমিত নয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ওই ফ্লাইটে ২৩ জন বাংলাদেশিও ছিলেন। ভারতে আনার পর থেকেই কোয়ারেন্টাইন করে রাখা হয় তাদের।
ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশের একজন মুখপাত্র দ্য ডেইলি স্টার এর নয়াদিল্লি সংবাদদাতাকে বলেন, ফিরিয়ে আনা সবার প্রয়োজনীয় নমুনা অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সেস-এ পাঠানো হয়েছিল। পরীক্ষা শেষে জানানো হয়েছে যে তারা কেউই করোনাভাইরাসে আক্রান্ত নয়। তবে এর পরও তাদের দুই সপ্তাহ কোয়ারেন্টাইন অবস্থায় রাখা হবে।
একদল চিকিৎসক ও প্যারামেডিক সার্বক্ষণিক তাদের সঙ্গে রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, কোয়ারেন্টাইনের সময় শেষ হবার পর আবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি ধরা না পড়লে তবেই তাদেরকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হবে।
ভারতীয় বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে গত ২৭ ফেব্রুয়ারি তাদের ভারতে আনা হয়েছে। এদের মধ্যে ৭৬ জন ভারতীয় ও ৩৬ জন অন্য দেশের নাগরিক।
Comments