করোনাভাইরাসে ইরানি এমপির মৃত্যু, নাকচ করল তেহরান
ইরানে নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পার্লামেন্ট সদস্য মোহাম্মদ আলি রামাজানি দস্তাক মারা গিয়েছেন বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে এই খবর সঠিক নয় বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইনফ্লুয়েঞ্জার লক্ষণ শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন রামাজানি। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার স্বাস্থ্যপরীক্ষায় করোনাভাইরাস পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে।
দেশটিতে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু এবং ৫৯৩ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে, বিবিসির এক প্রতিবেদনে ইরানে করোনায় আক্রান্ত হয়ে ২১০ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। তবে এটিও নাকচ করেছে তেহরান।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বজুড়ে ২৭০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইরানে।
Comments