এবার পোল্যান্ডের শিক্ষার্থীকে ভারত ছাড়ার নির্দেশ
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবার যাবদপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পোল্যান্ডের এক শিক্ষার্থীকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
সংবাদমাধ্যমটি বলেছে, পোল্যান্ডের শিক্ষার্থী কামিল সিডসিন্সকিকে ভারত ছাড়ার নোটিশ পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। কেন তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে সে প্রসঙ্গে কিছুই বলেননি ওই শিক্ষার্থী।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার কারণেই তাকে দেশ ছাড়তে বলা হয়েছে।
কামিল যাদবপুরে মাস্টার্সের শিক্ষার্থী। তিনি এর আগে বিশ্বভারতীতে বাংলা সাহিত্য নিয়ে অনার্স শেষ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক যাদবপুরের এক শিক্ষক হিন্দুস্তান টাইমসকে বলেন, গত বছরের ডিসেম্বরের ১৯ তারিখে রামলীলা ময়দানে সিএএ বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিল কামিল। তিনি ভালো বাংলা জানেন। ফলে, তখন তার সাক্ষাত্কার নেন এক সাংবাদিক। যা টেলিভিশনে প্রচার করা হয়।
ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) এক সপ্তাহ আগে কামিলকে ডাকেন। সেখানে যাওয়ার পরে তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তখন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি করেন তিনি।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন আইনজীবী ও কলকাতার সাবেক মেয়র বিকাশ ভট্টাচার্য্য। তিনি বলেন, এ এক ধরনের পাগলামি। বিক্ষোভ দেখতে যাওয়ায় কীভাবে একজন বিদেশিকে দেশ ত্যাগ করতে বলা হয়। কামিল আদালতে গেলে তার পক্ষে লড়াইয়ের কথাও বলেন এই আইনজীবী।
Comments