সোমবার ঢাকা আসছেন শ্রিংলা

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা সোমবার দুই দিনের সফরে বাংলাদেশ সফরে আসছেন। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর সূচি চূড়ান্ত করবেন তিনি।
Shringla
হর্ষ বর্ধন শ্রিংলা। ছবি: ফাইল ফটো

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা সোমবার দুই দিনের সফরে বাংলাদেশ সফরে আসছেন। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর সূচি চূড়ান্ত করবেন তিনি।

আজ রোববার বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

শ্রিংলার ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

মুজিববর্ষ উদযাপনে বিশ্ব নেতাদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৭ মার্চের অনুষ্ঠানে মোদির বক্তব্য রাখার কথা আছে। অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীরও উপস্থিত থাকার কথা রয়েছে।

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভ-সহিংসতার পর ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর দুই দেশের মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের যোগাযোগ।

তবে দিল্লি সহিংসতার ঘটনা ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং ভারত সরকারই এটি নিয়ন্ত্রণে আনবে বলে মনে করে বাংলাদেশ, জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই আমরা দেখছি। আমরা প্রত্যাশা করি ভারতই এটি নিয়ন্ত্রণ করবে।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

1h ago