‘হেড অব ফিজিক্যাল পারফরম্যান্স’ হিসেবে লিকে নিয়োগ দিল বিসিবি

nick lee
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ দলের ট্রেনারের দায়িত্ব ছেড়ে আইপিএলে পাড়ি জমাচ্ছেন মারিও ভিল্লাভারায়ন। তার শূন্যস্থান পূরণ করতে বিসিবি নিয়োগ দিয়েছে নিকোলাস ট্রেভর (নিক) লিকে। ৩৭ বছর বয়সী ইংল্যান্ডের এই নাগরিকের পদের নাম দেওয়া হয়েছে ‘হেড অব ফিজিক্যাল পারফরম্যান্স’।

রবিবার (১ মার্চ) একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে লিকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। তার সঙ্গে তিন বছরের চুক্তি করেছে বোর্ড। চলতি মাস থেকে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করবেন লি। তার চুক্তির মেয়াদ ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত।

খেলোয়াড়ি জীবনে লি ছিলেন ব্যাটসম্যান। খেলেছেন ১৩টি প্রথম শ্রেণির ম্যাচ। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে সবশেষ শ্রীলঙ্কা ক্রিকেট দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

তার আগে ইংলিশ কাউন্টি দল সাসেক্সের একাডেমি দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে কাজ করার পর মূল দলের দায়িত্বও পেয়েছিলেন লি। এরপর লঙ্কান দলের দায়িত্ব নিয়েছিলেন ২০১৬ সালে।

২০১৪ সাল থেকে বাংলাদেশ দলের ট্রেনার হিসেবে কাজ করছিলেন শ্রীলঙ্কার মারিও। তার পদের নামও ছিল স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ। গেল বছর ইংল্যান্ড বিশ্বকাপের পর তার চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়েছিল বিসিবি। কিন্তু নিয়োগ পাওয়ার পর তৃতীয়বারের মতো চুক্তি নবায়ন করা হলেও তিনি আইপিএলকেই বেছে নিয়েছেন। সেখানে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে কাজ করবেন তিনি।

গেল জানুয়ারির শেষদিকে দায়িত্ব থেকে থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন মারিও। পারস্পরিক সমঝোতা শেষে বিসিবি তার আবেদন গ্রহণ করে।

Comments

The Daily Star  | English

BNP hails AL ban, urges speedy trials

Fakhrul seeks election roadmap, citing public frustration over the lack of democratic process

57m ago