দিল্লির নালা থেকে আরও ৪ মরদেহ উদ্ধার

delhi-fire-rescue-ops-1.jpg
ছবি: সংগৃহীত

দিল্লির সহিংসতা কমলেও, এখনো থামেনি মৃত্যু। গতকাল রবিবার উত্তর-পূর্ব দিল্লির একটি নালা থেকে আরও চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির সহিংসতায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গোকুলপুরী ও শিববিহারের নালা থেকে মরদেহগুলো উদ্ধারের পর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গত সপ্তাহে উত্তর-পূর্ব দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে সহিংসতা ছড়িয়ে পড়ে। চারদিন ধরে চলা সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে প্রায় ৪৫০জন।

এ ঘটনায় দুই ডজন হত্যা মামলাসহ ২৫৪টি মামলা করেছে দিল্লি পুলিশ।

প্রশাসনের তৎপরতায় গত তিনদিনে বড় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। গুজব ছড়ানো বন্ধ করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। নজরদারি বাড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

10h ago