মুহিউদ্দিন ও আনোয়ারকে দায়ী করলেন মাহাথির
মালয়েশিয়ায় পাকাতান হারাপান (আশার জোট) সরকারের পতনের জন্য মুহিউদ্দিন ইয়াসিন ও আনোয়ার ইব্রাহিমকে দায়ী করেছেন দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।
গতকাল নিজের রাজনৈতিক দল পার্টি প্রিবুমি বেরসাতুর সদস্যদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন মাহাথির। ওই বৈঠকে তিনি এ কথা বলেন।
আজ সোমবার দ্য স্ট্রেইটস টাইমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মালেশিয়ার দ্য স্টার অনলাইনের বরাত দিয়ে দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, আনোয়ার ইব্রাহিমের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছাকে কাজে লাগিয়ে এক ধরনের রাজনৈতিক সঙ্কট তৈরি করেন মুহিউদ্দিন ইয়াসিন। মূল সঙ্কট তখনই শুরু হয়েছিল, যখন মহিউদ্দিন তার দলকে পাকাতান হারাপান জোট থেকে সরিয়ে নিয়েছিল।
ড. মাহাথির বলেন, ‘পাকাতানের পরিচালনা পরিষদের সঙ্গে বৈঠকের সময় আমার রাজনৈতিক সচিব জানায়, আমি নাকি আনোয়ারকে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছি। আনোয়ার তাকে এ তথ্য জানিয়েছে।’
‘বিষয়টি নিয়ে আমরা বিরক্ত ছিলাম। যদিও শেষ পর্যন্ত তেমন কিছু ঘটেনি। আর প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাকাতানের সব নেতা আমাকে সমর্থন দিয়েছিল।’
তিনি আরও বলেন, ‘মহিউদ্দিন সবসময় সঙ্কট তৈরির অজুহাত খুঁজছিলেন। যদিও আনোয়ারের কাছ থেকে তেমন সাড়া পাচ্ছিলেন না। যখন পাকাতান থেকে প্রিবুমি বেরসাতু বের হয়ে যায়, তখনই সেই সঙ্কট তৈরি হয়ে যায়।’
দ্য স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়েছে, রুদ্ধদ্বার বৈঠকটি পার্টি আমানাহ নেগ্রার ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।
Comments