করোনাভাইরাস: ভারতে আরও ২ জন শনাক্ত
ভারতে নতুন করোনাভাইরাসে আক্রান্ত আরও দুজনকে শনাক্ত করা হয়েছে। ফলে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ জনে দাঁড়াল।
আজ সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজধানী নয়া দিল্লি এবং তেলেঙ্গানায় দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নয়া দিল্লিতে শনাক্ত হওয়া ব্যক্তি ইতালি ও তেলেঙ্গানায় শনাক্ত হওয়া ব্যক্তি দুবাই ভ্রমণ করেছিলেন বলে জানানো হয়।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, আক্রান্তদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এর আগে, চীন ভ্রমণ করা কেরালার তিন শিক্ষার্থী কোভিড-১৯ এ আক্রান্ত হন। তবে, সুস্থ হওয়ার পরে তারা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
Comments