গুজরাটের মতো রাষ্ট্রীয় মদদে গণহত্যা হয়েছে দিল্লিতে: মমতা
দিল্লিতে ঘটে যাওয়া সহিংস ঘটনার পেছনে রাষ্ট্রীয় মদদ থাকার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এই ঘটনায় বিজেপির ক্ষমা চাওয়া উচিত।
সোমবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের এক অনুষ্ঠানে মমতা বলেন, দিল্লিতে যা হয়েছে রাষ্ট্রীয় সন্ত্রাস। দিল্লিতে রাষ্ট্র নিয়ন্ত্রিত গণহত্যা হয়েছে। বিজেপি সারাদেশে দাঙ্গার গুজরাট মডেল প্রয়োগ করার চেষ্টা করছে।
নিজের এই মন্তব্যের স্বপক্ষে মমতা বলেন, ‘আমি কেন গণহত্যা বলছি? কারণ পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে।’
কলকাতার দ্য স্টেটসম্যান এর খবরে বলা হয়, কলকাতায় অমিত শাহের জনসভায় ওঠা ‘গোলি মারো...’ স্লোগানেরও কঠোর ভাষায় সমালোচনা করেছেন তৃণমূল প্রধান। রোববার ওই জনসভায় বিজেপির নেতাকর্মীরা কথিত দেশবিরোধীদের প্রকাশ্যে গুলি চালানোর হুমকি দিয়ে স্লোগান তুলেছিলেন। এই ঘটনার পর তিন জনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।
মমতা বলেন, অমিত শাহকে এটা মনে রাখা উচিৎ যে নাগরিকত্ব আইন সংশোধনের কারণেই এত মানুষকে মরতে হলো। এই সহিংসতার জন্য বিজেপির ক্ষমা চাওয়া উচিত। ভারতের সম্মান তলিয়ে দিয়েছে এই সরকার। জাতের নামে আগুন লাগানো হচ্ছে। দেশ থেকে যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচারী সরকারকে আমরা বিদায় করতে না পারছি ততদিন লড়াই চালিয়ে যাব।
Comments