উচ্ছেদের প্রতিবাদে নারায়ণগঞ্জে হকারদের বিক্ষোভ মিছিল

উচ্ছেদের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন হকাররা। বাংলাদেশ হকার্স লীগ নারায়ণগঞ্জ মহানগরের ব্যানারে আজ সোমবার বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ না করার দাবিতে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে হকারদের বিক্ষোভ মিছিল। ছবি: স্টার

উচ্ছেদের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন হকাররা। বাংলাদেশ হকার্স লীগ নারায়ণগঞ্জ মহানগরের ব্যানারে আজ সোমবার বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে হকাররা।

বাংলাদেশ হকার্স লীগ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি রহিম মুন্সি বলেন, পুনর্বাসনের আগ পর্যন্ত প্রতিদিন ৫টার পর আর ছুটির দিনে মানুষের ব্যাঘাত না ঘটিয়ে আমরা ফুটপাতে বসতে চাই। যে পর্যন্ত সমস্যার সমাধান না হবে আমরা আন্দোলন চালিয়ে যাব।

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ না করার এবং পুনর্বাসনের আগ পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে হকারদের বসতে দেওয়ার দাবি জানিয়ে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বরাবর স্মরকলিপি জমা দেয় হকার্স লীগ।

জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে গত ২৬ ফেব্রুয়ারি শহরে হকার উচ্ছেদ অভিযান চালানো হয়। সেসময় হকারদের টেবিল, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ও মালামাল জব্দ করা হয়।

Comments