ঘৃণা ছাড়ুন, সোশ্যাল মিডিয়া নয়: মোদিকে রাহুল গান্ধী

Modi and Rahul
নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

গতকাল সোমবার টুইটারে ভারতীয় প্রধানমন্ত্রী মোদি লিখেছিলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছেন। এর পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লিখেছেন, ‘ঘৃণা ছাড়ুন, সোশ্যাল মিডিয়া নয়।’

রাহুল গান্ধীর এমন মন্তব্যের পরেই এর জবাব দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, বিজেপি নেতা বিপ্লব দেব। তিনি বলেন, ‘সেই কারণেই, সোনিয়া গান্ধীর কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই।’

আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোদির এমন পোস্টের পর বিজেপির অনেকেই প্রশ্ন তোলেন, এরপর আমাদেরকেও সামাজিক মাধ্যম ছাড়তে বলা হবে নাকি?

কেউ কেউ লিখেছেন, চিনের মতো ভারতেও মত প্রকাশের সব রাস্তা কি বন্ধ করে দেওয়া হবে? সারা দেশই কাশ্মীর হয়ে যাবে নাকি?

আবার অনেকে ভাবছেন, হয়তো ভারত নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম তৈরির কথা ভাবছে।

হাসি-রসিকতাও হচ্ছে মোদির এই টুইট নিয়ে। সাড়া জাগানো হিন্দি সিনেমা শোলের বিরুর আত্মহত্যার হুমকির সঙ্গে মিলিয়ে কেউ কেউ লিখছেন, মোদির এ ঘোষণা পানির ট্যাঙ্কে উঠে বিরুর আত্মহত্যার হুমকির মতো। যা কখনই ঘটবে না।

উল্লেখ্য, গতকাল টুইটার পোস্টের মাধ্যমে মোদি জানিয়েছিলেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউব অ্যাকাউন্ট আগামী রোববার বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন।

সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার ভাবনার পেছনের কারণ ব্যাখ্যা করেননি মোদি। তিনি বলেন, পোস্টের মাধ্যমে আপনারা জানতে থাকবেন।

বিশ্বের সরকার প্রধানদের মধ্যে মোদির সোশ্যাল মিডিয়ায় বিপুল সংখ্যক অনুসারী রয়েছেন। টুইটারে তার অনুসারীর সংখ্যা পাঁচ কোটি ৩০ লাখ, ফেসবুকে চার কোটি ৪০ লাখ ও ইনস্টাগ্রামে প্রায় সাড়ে তিন কোটি।

Comments

The Daily Star  | English

Why wouldn't there be a regime change in Iran?: Trump

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

21h ago