সমালোচনার জবাব ব্যাট হাতেই দিচ্ছেন তামিম

ছবি: ফিরোজ আহমেদ

৪৩ বলে ২৪ রান। খুব একটা খারাপ না হলেও উইকেট যদি ব্যাটিংবান্ধব হয় তাহলে দলের বাকি সবার জন্য এমন ব্যাটিং কিছুটা হলেও চাপের। জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচে তাই ব্যাপক সমালোচনার শিকার হতে হয়েছিল তামিম ইকবালকে। তবে দ্বিতীয় ম্যাচেই সব সমালোচনার জবাব দিচ্ছেন এ ওপেনার। চাইলেই যে আগ্রাসী ব্যাট করতে পারেন, সে প্রদর্শনী চলছে দেশসেরা ওপেনারের খেলায়।

মঙ্গলবার (৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু থেকেই বেশ সাবলীল ব্যাট করছেন তামিম ইকবাল। সে ধারা ধরে রেখে এর মধ্যেই তুলে নিয়েছেন নিজের হাফসেঞ্চুরি। সাম্প্রতিক সময়ের ধীর গতির ব্যাটিংয়ের রীতি পাল্টে ৪২ বলে ফিফটি স্পর্শ করেছেন বাঁহাতি তারকা। ওয়েসলি মাধেভেরের করা ১১তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের ৪৮তম হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। সফরকারী বোলারদের পাত্তা না দিয়ে অসাধারণ কিছু শট খেলেছেন তিনি। বাউন্ডারি মেরেছেন ১০টি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, তার সংগ্রহ ৫০ বলে ৫৭ রান। ১৪ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ২ উইকেটে ৭৮ রান। তামিমের সঙ্গে ব্যাট করছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তিনি খেলছেন ৫ রানে।

ক্যারিয়ার যখন শুরু করেছিলেন, তখন দেশের মারকুটে ব্যাটসম্যানদের অন্যতম ছিলেন তামিম। বয়স ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে আগ্রাসীভাব কমিয়ে কিছুটা দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করছেন তিনি। তবে মাঝে-মধ্যে বেশ ধীর গতিতেও ব্যাট করছেন তিনি। আর এমন অ্যাপ্রোচের কারণে প্রায়ই সমালোচনা শুনতে হয় তাকে। তবে এদিন সব সমালোচনার জবাব দিতে ব্যাটকেই বেছে নিয়েছেন তামিম।

পাশাপাশি এদিন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে ওয়ানডে সংস্করণে সবচেয়ে বেশি রানের রেকর্ড নিজের করে নিয়েছেন তামিম। বাঁহাতি এই ওপেনার আইসিসির নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসানকে টপকে গিয়ে দখল করেছেন শীর্ষস্থান। জিম্বাবুয়ের বিপক্ষে ৪৫ ওয়ানডের ৪২ ইনিংসে বাঁহাতি অলরাউন্ডার সাকিবের সংগ্রহ ১ হাজার ৪০৪ রান। এদিন ব্যাট হাতে মাঠে নামার আগে তামিম তার চেয়ে মাত্র ২ রানে পিছিয়ে ছিলেন। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে কার্ল মুম্বাকে চার মেরে সাকিবকে ছাড়িয়ে যান তামিম।

তবে নাজমুল হোসেন শান্তর রান আউটে দায় রয়েছে তামিমের। মাধেভেরের লেগ স্টাম্পে রাখা বলটি ঠিকভাবে খেলতে পারেননি শান্ত। রান নিতে চাননি। কিন্তু তামিম চেয়েছিলেন। উইকেট ছেড়ে প্রায় অন্য প্রান্তে চলে আসেন। তাই বাধ্য হয়েই নিজের উইকেট সিনিয়র সতীর্থের জন্য উৎসর্গ করেন এ তরুণ। এর আগে লিটন দাসের আউটেও তামিমের হাত রয়েছে। যদিও পুরোটাই দুর্ভাগ্যজনক।

মুম্বার করা সপ্তম ওভারের তৃতীয় বলটি ড্রাইভ করেছিলেন তামিম। তিনি নিজেই ফিরতি বল ধরতে গেলে তার হাতে লেগে তা আঘাত হানে স্টাম্পে। ততক্ষণে রান নিতে উইকেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন লিটন। ফেরার চেষ্টাও করেছিলেন। কিন্তু লাভ হয়নি। আগেই স্টাম্প ভাঙলে রানআউট হয়ে ফিরতে হয় তাকে। তার বিদায়ে ভাঙে ৩৮ রানের ওপেনিং জুটি। আউট হওয়ার আগে ১৪ বলে ৯ রান সংগ্রহ করেছেন আগের ম্যাচে সেঞ্চুরি করা এই ওপেনার।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce 

1h ago