বঙ্গবন্ধুর ভূমিকায় শুভ, শেখ হাসিনার চরিত্রে ফারিয়া

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা। এটি নির্মাণ করবেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা। এটি নির্মাণ করবেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।

আজ মঙ্গলবার এক গেজেটের মাধ্যমে সিনেমায় বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করবেন, তাদের নাম প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

গেজেট সূত্রে জানা গেছে, সিনেমায় বঙ্গবন্ধুর নামভূমিকায় আরেফিন শুভ এবং বঙ্গবন্ধু স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ও শেখ হাসিনা (ছোট) চরিত্রে নুসরাত ফারিয়া অভিনয় করবেন।

এ ছাড়া, বঙ্গবন্ধুর মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে (বড়) দিলারা জামান ও (ছোট) সঙ্গীতা চৌধুরী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে তৌকির আহমেদ ও খন্দকার মোশতাকের চরিত্রে ফজলুর রহমান বাবু অভিনয় করবেন।

আরও যারা অভিনয় করবেন

সিনেমায় পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খানের চরিত্রে মিশা সওদাগর, মানিক মিয়া চরিত্রে তুষার খান, তাজউদ্দীন আহমদ চরিত্রে ফেরদৌস আহমেদ, বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমানের চরিত্রে খায়রুল আলম সবুজ, একেএম ফজলুল হকের চরিত্রে শহীদুল আলম সাচ্চু, আবদুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, সৈয়দ নজরুল ইসলামের চরিত্রে দেওয়ান মো. সাইফুল ইসলাম সায়েম সামাদ ও আব্দুল হামিদ (রেনুর দাদা) চরিত্রে গাজী রাকায়েত।

রেনু (ছোট) চরিত্রে প্রার্থনা দিঘি, শেখ কামাল চরিত্রে কামরুল হাসান, শেখ কামাল (ছোট, ৮-১২ বছর) চরিত্রে ইশরাক তুর্য্য, শেখ কামাল (ছোট, ৫ বছর) চরিত্রে তৌহিদ, শেখ জামাল (ছোট) চরিত্রে শরীফ সিরাজ, নাসির (বড়) চরিত্রে লুৎফর রহমান, কামরুজ্জামান চরিত্রে সমু চৌধুরী, মনসুর আলী চরিত্রে খলিলুর রহমান কাদেরী,  পাকিস্তানি আর্মি অফিসার চরিত্রে শতাব্দী ওয়াদুদ, জেলে-১ চরিত্রে নরেশ ভূঁইয়া, জেলে-২ চরিত্রে সাইলেন পাল, শেখ মনি চরিত্রে মোস্তাফিজুর ইমরান নুর, আরজু মনি চরিত্রে শাহানাজ সুমি, শেখ হাসিনা (বড়) চরিত্রে জান্নাতুল সুমাইয়া, শেখ হাসিনা (ছোট ৮-১২ বছর) চরিত্রে ওয়ানিয়া জারিন আনভিতা, শেখ রেহানা (ছোট) চরিত্রে সামান্তা রহমান ও রোজি জামাল চরিত্রে নাইরুস সিফাত।

এ ছাড়া, সুলতানা কামাল খুকি চরিত্রে নাজিবা বাশার, হেলেন (বড়) চরিত্রে লিমা আখতার, হেলেন (ছোট, ১৩-১৭ বছর) চরিত্রে পুস্পিতা, রোমা (১৩ বছর) চরিত্রে সাইখ খান, রোমা (ছোট, ৮ বছর) চরিত্রে তৃদ্বীপ সরকার, গোপালগঞ্জ স্কুলের প্রিন্সিপাল চরিত্রে ডমিনিক গোমেজ, রাসেল (৫ বছর) চরিত্রে ইয়াশরিব হাবিব, টুফেল চরিত্রে সাব্বির আহমেদ, ছাত্র চরিত্রে সাদমান প্রত্যয়, ছাত্র মহিউদ্দিন চরিত্রে আসিউল ইসলাম, গোপালগঞ্জ/ইউনিভার্সিটি ল্যাংগুয়েজ মুভমেন্ট চরিত্রে জর্জ দীপ্ত ডি’কস্তা, গোপালগঞ্জের স্কুল শিক্ষক চরিত্রে সোলায়মান খোকা, বয়স্ক নারী চরিত্রে রোকেয়া প্রাচী, জেলগার্ড চরিত্রে আবুল আজাদ কালাম, ছোট মহিউদ্দিন/জেলগার্ড চরিত্রে শামীম সাগর, জেলগার্ড চরিত্রে রোমেজ রাজু, জেনারেল ওসমানী চরিত্রে খন্দকার হাফিজ ও শওকত মিয়া চরিত্রে মো. সিয়াম আহমেদ অভিনয় করবেন।

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মবর্ষ। সে দিন থেকে শুরু হবে মুজিব বর্ষ উদযাপন। যা চলবে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত। ২০২১ সালের ১৭ মার্চের আগেই শেষ হবে বায়োপিকের নির্মাণকাজ। বাংলাদেশ ও ভারতে মুক্তি দেওয়া হবে ৪০ কোটি টাকা বাজেটে নির্মিত ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এ সিনেমা।

Comments

The Daily Star  | English

Banks to freeze accounts of Orion Group chairman, MD, four others

The Bangladesh Financial Intelligence Unit (BFIU) has instructed banks in the country to freeze any accounts owned by Orion Group Chairman Obaidul Karim and its Managing Director Salman Obaidul Karim.

4h ago