শ্রীলঙ্কা সফরে হ্যান্ডশেক করবেন না ইংলিশ ক্রিকেটাররা
আসন্ন শ্রীলঙ্কা সফরে হ্যান্ডশেক (হাতে হাত মেলানো) করা থেকে বিরত থাকবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় ম্যাচ শেষে করমর্দন করার প্রচলিত ক্রিকেটীয় রীতি অনুসরণ না করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
সোমবার (২ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে বলেছে, ইংলিশ অধিনায়ক জো রুট লঙ্কানদের বিপক্ষে সিরিজে হ্যান্ডশেক না করার বিষয়টি জানিয়েছেন।
সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে পাকস্থলি ও অন্ত্রের প্রদাহ এবং ফ্লু জাতীয় সমস্যায় ভুগেছে ইংল্যান্ড। সতর্কতার অংশ হিসেবে তাই শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে হাতে হাত মেলানোর পরিবর্তে ‘ফিস্ট বাম্পস’ (হাত মুষ্টিবদ্ধ করে অন্যের মুষ্টিবদ্ধ হাতের সঙ্গে আলতো করে টোকা দেওয়া) করবে ইংলিশরা।
রুট বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় স্কোয়াডে অসুস্থতা ছড়িয়ে পড়ায় যতটা সম্ভব কম শারীরিক সংস্পর্শের গুরুত্ব সম্পর্কে আমরা ভালোভাবে সচেতন হয়েছি।’
‘আমরা নিয়মিত হাত ধুচ্ছি এবং সংক্রমণ থেকে মুক্ত থাকার জন্য আমাদের যেসব অ্যান্টি-ব্যাকটেরিয়াল টিস্যু ও জেল দেওয়া হয়েছে, সেগুলো দিয়ে আমরা হাতের তালু মুছে নিচ্ছি।’
চলতি মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। ম্যাচগুলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। গলে প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ১৯ মার্চ। আর ২৭ মার্চ থেকে শুরু হতে যাওয়া শেষ টেস্টের ভেন্যু কলম্বো।
গেল বছরের শেষদিকে চীনে করোনাভাইরাসের উৎপত্তি ঘটে। মহামারী আকার ধারণ করে এটি এরই মধ্যে বিশ্বের ৫০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রায় ৮৬ হাজার মানুষ এতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন তিন হাজারের বেশি।
Comments