মোদিকে সম্মান জানাবে দেশের সাধারণ মানুষ: পররাষ্ট্রমন্ত্রী

AK Abdul Momen
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, অতিথিপরায়ণ বাঙালি অতিথিকে সম্মান জানাবে।

আজ মঙ্গলবার দুপুরে সিলেটে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের স্বাধীনতার বন্ধু-রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান জানাবে সরকার। বাঙালি বরাবরই অতিথিপরায়ণ, তাই অতিথিকে সম্মান জানাবে এ দেশের সাধারণ মানুষ।’

সিলেটের খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

মোদির সফরের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করছেন, এটা তাদের নিজস্ব ব্যাপার, তবে নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মান জানবে বাংলাদেশ।

‘দেশের সাধারণ মানুষও মোদিকে সম্মান জানাবে,’ যোগ করেন তিনি।

মুজিববর্ষের অনুষ্ঠানে অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে সরকার। তবে দিল্লিতে সম্প্রতি ঘটে যাওয়া সহিংস ঘটনার প্রেক্ষিতে মুজিববর্ষে মোদির আসার ব্যাপারে আপত্তি জানিয়েছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। মোদিকে বর্জনের আহ্বান জানিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভও হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গণতান্ত্রিক দেশে সকলের মতামত জানানোর অধিকার আছে।’

মঙ্গলবার দুপুরে একদিনের সফরে সিলেট আসেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার দেবাইরবহর পূর্বপাড়া গ্রামের সড়কের কাজ পরিদর্শন করেন।

Comments

The Daily Star  | English

BNP hails AL ban, urges speedy trials

Fakhrul seeks election roadmap, citing public frustration over the lack of democratic process

32m ago